‘উষ্ণ বিশ্বকে পরিবর্তনে বৃক্ষরোপন জরুরি’

জলবায়ুর বিরুপ পরিবর্তনে গ্রিন হাউজ উত্তপ্ত হয়ে পড়েছে। এতে প্রাকৃতিক দুর্যোগসহ সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও উষ্ণায়ন রোধে বৃক্ষরোপন করা জরুরি। সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসা উচিৎ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড. গাজী সালেহ্ উদ্দিন এসব কথা বলেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান আলী আহমেদ শাহিনের সভাপতিত্বে শনিবার (২০ জুলাই) নগরের রেলওয়ে কলোনি হাসপাতাল উচ্চ বিদ্যালয়ে ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন।

উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা ফজল আহমেদ।

আরোও বক্তব্য রাখেন ড. জিনবোধি ভিক্ষু, কো-চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দিন, রাজনীতিবিদ স্বপন সেন, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য, সদস্য সচিব সজল চৌধুরী, যুগ্ম সচিব লায়ন ডা. আর.কে রুবেল, প্রশান্ত চৌধুরী বিশু, শিবু প্রসাদ চৌধুরী, মো. আকতার হোসেন, জয়ন্ত মজুমদার, শিহাব উদ্দিন ছামির, জিয়াউদ্দিন, সায়মুন সিদ্দিক তাসিন, স্বপন ভট্টাচার্য, অনিমেশ শাহ্ প্রমুখ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!