ষোলশহরের কর্ণফুলী মার্কেটে মুরগির ওজনে কারচুপি, ব্যবসায়ীকে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীতে মুরগির ওজনে কারচুপির বিরুদ্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিদপ্তর। অভিযানে মুরগি ওজন করার খাঁচার নিচে রশি দিয়ে টেনে ওজনে বাড়িয়ে বিক্রি করার দায়ে মুনতাসীর পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টার নামের এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) নগরীর ষোলশহর ২ নম্বর গেটের কর্ণফুলী বাজারে এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।  

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুরগির ওজন করার সময় রশি দিয়ে টেনে ওজন বৃদ্ধির অভিনব এই প্রতারণা করছিল ২ নম্বর গেটের কর্ণফুলী বাজারের কিছু অসাধু ব্যবসায়ী।। অভিযানে মুনতাসীর পোল্ট্রি অ্যান্ড সেলস সেন্টারকে ওজনে কারচুপির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে মায়ের দোয়া এন্টারপ্রাইজকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না থাকায় ২ হাজার টাকা ও মানিক স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!