ষষ্ঠ বারের মতো প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সৈয়দ নজরুল ইসলাম

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তার সফরসঙ্গী হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কেন্দ্রিয় কার্যকরি কমিটির সদস্য, চট্টগ্রাম জেলার সভাপতি, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ও বঙ্গবন্ধু ছাত্রযুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সৈয়দ নজরুল ইসলাম। ৬ষ্ঠ বারের মতো প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে শনিবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

তিনি ইউএনএইচকিউয়ের কনফারেন্সে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত ‘সাইটেইনেবল ইউনিভার্সেল হেল্থ কভারেজ : কমপ্রেভেনসিভ প্রাইমারি কেয়ার ইনক্লুসিভ অব মেন্টাল হেল্থ অ্যান্ড ডিজেবিলিটিজ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন। ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিং এবং নিউইয়র্কের হোটেল ম্যারিয়ট মারকুইসে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!