শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরষ্কার নিলেন বন্দর চেয়ারম্যান

নৌপরিবহন মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার নিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।

ডিজিটাল অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেম উদ্ভাবন করায় তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে পুরস্কারটি গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন নৌ পরিবহণ সচিব।

তাঁর সাথে চট্টগ্রামের মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম ও নৌপরিবহন অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ শাহাদাত হোসেন সরকার পুরস্কার গ্রহণ করেন ।

জানা যায়, ডিজিটাল অনলাইন বার্থিং মনিটরিং সিস্টেমে বিদেশ থেকে বহির্নোঙরে জাহাজ আসার পর মোবাইল অ্যাপসের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষকে জানাবে। এরপর ফিরতি এসএমএসে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন জাহাজের কর্তৃপক্ষ। এর ফলে বার্থিং মিটিংয়ের আর প্রয়োজন হবে না। এ সিস্টেমের জন্য তিনি পুরস্কার পাচ্ছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের আইসিটি শাখার প্রোগ্রামার সৈয়দ মোহাম্মদ অলিউর রহমান সাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০১৯-২০ এর কার্যক্রম নম্বর ৯.১ অনুযায়ী তিনজনকে শ্রেষ্ঠ উদ্ভাবক নির্বাচিত করা হয়েছে।


এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!