শ্রীলঙ্কায় সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ ‘এ’ দল

সিরিজ জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে জিততেই হতো! ঠিক এমন একটা ম্যাচে অনায়াস জয়ের পথেই ছিল দল। কিন্তু হঠাৎ করেই পথ হারাল সফরকারীরা। শঙ্কা বাসা বাঁধতে শুরু করে-পারবে তো মোহাম্মদ মিঠুনের দল?

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ অব্দি সহজ ম্যাচটাই কঠিন করে জিতল বাংলাদেশ দল। এক উইকেটের রোমাঞ্চকর জয় সিরিজে ফিরল বাংলাদেশ ‘এ’ দল।

বৃহস্পতিবার দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে ৯ উইকেটে ২২৬ রান তুলে শ্রীলঙ্কা। এরপর জবাবে নেমে ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২২৭ রান করে বাংলাদেশ। এমন নাটকীয় জয়ে তিন ম্যাচের সিরিজে এসেছে ১-১ সমতা।

ম্যাচে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। তারা শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায়। আর শুরুতেই মিঠুনের দল চেপে ধরে স্বাগতিকদের। ৮০ রান তুলতেই তারা হারায় ৩ উইকেট। এরপর চতুর্থ উইকেটে সর্বোচ্চ ৭৮ রান করেন কামিন্দু মেন্ডিস ও প্রিয়ামল পেরেরা।

৬৭ বলে ৬১ রানে ফেরেন মেন্ডিস। এরপরই ৬২ বলে ৫২ রানে পেরেরাকে আটকে দেন সানজামুল ইসলাম। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, ইবাদত হোসেন ও সানজামুল।

এরপর জবাবে নেমে মোহাম্মদ নাঈমের ব্যাটে জয়ের পথে এগিয়ে যেতে থাকে দল। চটজলদি ৪৪ রান তুলে আহত অবসরে যান তিনি। এরপর ফিরে এসে ২২ রান করেন। সব মিলিয়ে ৫৯ বলে ৯ চারে ৬৮ রান করেন নাঈম। অধিনায়ক মিঠুন ৮৭ বলে করেন ৫২ রান।

জিততে শেষ ওভারে বাংলাদেশের চাই ৯ রান, হাতে মাত্র ২ উইকেট। যখন ২ বলে এক রান দরকার তখন ফেরেন ইবাদত। শেষ বলে এক রানের সমীকরণে সফল সানজামুল। ৪০ রানে ৩ উইকেট তুলে নেন রমেশ মেন্ডিস।

শনিবার কলম্বোতেই তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল ওয়ানডেতে লড়বে দুই দল। যেখানে যারা জিতবে সিরিজ হবে তাদেরই।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ‘এ’ দল: ৫০ ওভারে ২২৬/৯ (নিসানকা ১৫, উদারা, ২৩, কামিন্দু ৬১, প্রিয়াঞ্জন ৭, পেরেরা ৫২, বান্দারা ১৮, রমেশ মেন্ডিস ২, জয়ারত্নে ৬, করুনারত্নে ২৫*, আমিলা ৩, ফার্নান্দো ১*; আবু জায়েদ ১/৩৯ আবু হায়দার ২/৪২, ইবাদত ২/৪৬, সাইফ ১/৩৯, সানজামুল ২/৪৩, আফিফ ১/১৩)
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ২২৭/৯ (সাইফ ৫, নাঈম ৬৮, শান্ত ২১, মিঠুন ৫২, আফিফ ২৪, নুরুল ২৫, আরিফুল ৭, সানজামুল ১১*, আবু হায়দার ২, ইবাদত ১, আবু জায়েদ ০*; ফার্নান্দো ২/৩৮, রমেশ মেন্ডিস ৩/৪০, করুনারত্নে ২/৩৫, প্রিয়াঞ্জন ২/২৯)
ফল: বাংলাদেশ ‘এ’ দল ১ উইকেটে জয়ী

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!