শ্রমিক বহনকারী মিনিবাসকে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ১৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী ইউনিটেক্স গামের্ন্টসের শ্রমিক বহনকারী মিনিবাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইউনিটেক্স গার্মেন্টসের ১৮ জন শ্রমিক আহত হন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

আহত ১৮ জন শ্রমিকের তিনজন পুরুষ এবং ১৫ জন মহিলা। পুরুষ তিনজন হলেন- শাহাদাত হোসাইন (২০), আবুল কালাম (৫০) ও সুফল (৩০)। ১৫ জন মহিলা হলেন- খোরশেদা বেগম (৩০), জুলি বেগম (২০), রেহেনা বেগম (২৬), লিমা (২৮), পারুল (২৮), সিপরা (৪২), ছেনে বালা (৪০), মুন্নি (৪০), আকাশি (৪০), মনোয়ারা (৪০), সেলিনা (৪০), মিনা (২১), ইসমত আরা (২০), আলিয়া (২৬) ও শারমিন (২৫)।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি টিম যায়। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আমরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০ লক্ষ টাকার জিনিস উদ্ধার করা হয়েছে।

এনজে/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!