শ্বশুর-জামাই’র ৬০ হাজার টাকা জরিমানা

বাল্যবিয়ে

বাল্য বিবাহ দেওয়া অপরাধ জেনেও বাকলিয়া থানার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে বিয়ে দেওয়া হচ্ছিল সাদিয়া ইসলাম (১৫) নামের এক কিশোরীকে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাকলিয়া থানার তুলাতলী বাজার ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

জানা যায়, কর্ণফুলী থানার শাহমিরপুর এলাকার হাফেজ ছগির আহমদ খোকন বিয়ে করতে আসেন পটিয়া থানার চরকানাই এলাকার নজরুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম কে ।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ওই কমিউনিটি সেন্টারে গিয়ে দেখেন, অপ্রাপ্তবয়স্ক সাদিয়া ইসলামকে বিয়ের আইন অমান্য করে বিবাহ দেওয়া হচ্ছিল।

শ্বশুর-জামাই’র ৬০ হাজার টাকা জরিমানা 1

তখন ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, ৭(১) ও ৮ ধারা অনুযায়ী যথাক্রমে বর হাফেজ ছগির আহমদ খোকনকে ৫০ হাজার টাকা এবং মেয়ের বাবা মোহাম্মদ নজরুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল দেন।

বাল্য বিবাহ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন,‘ বাল্যবিবাহ বন্ধ করতে সরকার এখন বদ্ধ পরিকর। সামাজিক এই ব্যাধি দূর করার জন্য জেলা প্রশাসন কাজ করছে। কোথাও বাল্য বিবাহের খবর পেলে সাথে সাথে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করার অনুরোধ করেন জনগণকে।’

এসএএস /এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!