শোক দিবসে পটিয়া উপজেলা আওয়ামী লীগের ৭ দিনের কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শোক দিবসের প্রধান সমন্বয়কারী ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে সাত দিনব্যাপী পটিয়া উপজেলা মাঠে পালিত হবে। এবারের জাতীয় শোকদিবসে পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ একই মাঠে কর্মসূচি পালন করবে।

আরও জানানো হয়, ১৫ আগস্ট উপজেলা মাঠে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল ৮টায় উপজেলা মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণর পর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে।

সকাল ১০টায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে। বিকেল ৩টায় একই মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী ও সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক, পটিয়া পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, সাংবাদিক ওমর কায়সার।

১৬ আগষ্ট উপজেলা মাঠে পটিয়া উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিকেল ৩টায় আলোচনা সভা, ১৭ আগস্ট বিকেল ৩টায় একই মাঠে পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের আলোচনা সভা, ১৮ আগস্ট সকাল ১০টায় পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে কলেজ মিলনায়তনে, এ দিন বিকেল ৩টায় উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা, ২০ আগস্ট সকাল ১০টায় পৌরসভা ছাত্রলীগের আলোচনা সভা ও বিকেল ৩টায় উপজেলা মাঠে পটিয়া উপজেলা ও পৌরসভা সেচ্ছাসেবক লীগের আলোচনা সভা, ২১ আগস্ট বিকেল ৩টায় উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও ২২ আগস্ট একই মাঠে বিকেল ৩টায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগ নেতা দেবব্রত দাশ দেবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রফিকুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীল, যুগ্ম আহবায়ক শেখ সোহেল, পটিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ খান হৃদয়, সাইফুজ্জামান চৌধুরী সিয়াম প্রমুখ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!