শোক দিবসে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির রক্তদানসহ নানা কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি।

১৫ আগস্ট সকাল ১০টা থেকে কাশেম-নুর ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবাসিক এলাকা ক্রীড়া কমপ্লেক্সে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আছরের নামাজের পর চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং আবাসিক এলাকা এ ও বি ব্লক এবং আশপাশের পাড়া-মহল্লায় দুস্থদের মাঝে খাবার বিতরণ।

শোকদিবসের কর্মসূচিসমূহে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহাম্মদ।

এ বিষয়ে কাশেম-নুর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির শোকের দিন। ৭৫ এর এই দিনে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। শোকাবহ ও বেদনার এই দিনে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির এমন উদ্যোগ মানবিক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!