শোক দিবসে খালেদার মিথ্যা জন্মদিনের উৎসব থেকে বিরত থাকার আহবান চান্দগাঁও ছাত্রলীগের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর দিনে খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন পালনের নামে কেক কেটে উৎসব না করতে অনুরোধ জানিয়েছে চট্টগ্রামের চান্দগাঁও থানা ছাত্রলীগ।

শুক্রবার (১৪ আগস্ট) ছাত্রলীগের পক্ষ থেকে এ অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়।

এ বিষয়ে চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি নুরন্নবী সাহেদ বলেন, ‘১৫ আগস্ট বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী। দিবসটি গভীর ভাবগাম্ভীর্যের সাথে দেশব্যাপী পালিত হবে। দিবসটিতে খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন পালনের নামে কেক কেটে কেউ যেন উৎসব, উল্লাস না করে সে বিষয়ে অনুরোধ করে আমরা মাইকিং করেছি। চান্দগাঁও থানা এলাকায় এ ধরণের কোনো কর্মকান্ড দেশের প্রচলিত আইনের মাধ্যমে ছাত্রলীগ প্রতিহত করবে।’

এদিকে শুক্রবার সকাল থেকে ছাত্রলীগের পক্ষ থেকে নগরীর বাদ্দারহাট, খাজা রোড, চান্দগাঁও আবাসিক, পুরাতন চান্দগাঁও থানা এলাকা, মৌলভি পুকুর পার, সিএন্ডবি, বালুরটাল, বাহির সিগনাল, কাপ্তাই রাস্তার মাথা, গোলাপের দোকান, দিঘিরপাড় মৌলভি বাজার ও কালুরঘাট এলাকায় মাইকিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ সভাপতি রাহান উদ্দীন সায়েম, ফরহাদুল হক রাকিব, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ তাসিন, তৌহিদুল আলম বাবু৷

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!