শোকাহত আগস্টে নিহতদের স্মরণে এতিমদের খাবার দিলেন দেবাশীষ পাল দেবু

শোকের মাস আগস্টে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মাসব্যাপী নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১ আগস্ট নগরীর আমানত শাহ মাজার প্রাঙ্গণে তানজিমুল মুসলিমিন এতিমখানার তত্বাবধায়ক হাফেজ মো. আমান উল্লাহের পরিচালনায় দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে কোমলমতি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু ।

এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আজিম খান, হাফেজ ফজলুল কাদের, যুবলীগ নেতা রায়হান নেওয়াজ সজীব, আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ, ইকবাল হোসেন, মারুফুল ইসলাম, তারিকুল ইসলাম, মো. ফয়সাল, মো. রাশেদ, আসিফ শাহীন, জসিম উদ্দিন প্রমুখ।

দেবাশীষ পাল দেবু বলেন, আগস্ট মাস বাঙালি জাতীয় জীবনে শোকের মাস। এই মাসের ১৫ আগস্ট বাঙালির মুক্তির দিশারি জাতির পিতা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে কিছু বিপদগামী ও কুলাঙ্গার সেনা কর্মকর্তা। যার কারণে কাঙ্ক্ষিত স্বাধীনতা পেলেও আমারা অর্থনৈতিক স্বাধীনতা পাইনি।

আদর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!