শূন্য পদ পূরণ করে ঘর গোছাতে চায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ

করোনায় থমকে থাকা মাঠপর্যায়ের রাজনৈতিক কার্যক্রম সচল করতে এবার চট্টগ্রামে থানা ও ওয়ার্ড পর্যায়ে কর্মী সভা করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। পাশাপাশি যেসব ইউনিটে শীর্ষ পদগুলো শূন্য রয়েছে জ্যেষ্ঠতার ভিত্তিতে সেসব পদে নতুন কাউকে দায়িত্ব দেবে নগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায়। এছাড়াও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন নিজে মাহতাবউদ্দিন চৌধুরীকে ভারমুক্ত করতে কেন্দ্রের কাছে সুপারিশ করার প্রস্তাব দেন। সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রের কাছে মাহতাবউদ্দিন চৌধুরীকে ভারমুক্ত করার সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অনেকদিন ধরে মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মসূচি নেই। এই মাসের শেষ দিকে আমরা ওয়ার্ড ও থানা পর্যায়ে কর্মী সভা শুরু করবো। কেন্দ্র থেকে নগর আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশ দেওয়া পর্যন্ত যতটুকু সম্ভব ইউনিটে কর্মী সভার আয়োজন করা হবে।’

এসব সভায় যেসব ইউনিটে শীর্ষ পদ শূন্য রয়েছে সেগুলো পূরণ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘করোনা মহামারিসহ বিভিন্ন কারণে আমাদের অনেকগুলো ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ মারা গেছেন। সেসব শূন্য পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে পূরণ করা হবে।’

বর্তমানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৪৩টি ওয়ার্ড, ১৫টি থানা ও ১২৯টি ইউনিট কমিটি রয়েছে।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সাংগঠনিক নির্দেশনা ও সেপ্টেম্বর মাসে দলীয় কর্মসূচি উপস্থাপন করেন। কর্মসূচিগুলো হচ্ছে ১৫ সেপ্টেম্বর নগরীর ৪১নং ওয়ার্ড পতেঙ্গায় চলমান বৃক্ষরোপণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান, ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বর্ধিত সভা, ২১ সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মন্ত্রী এমএ মান্নানের মৃত্যুবার্ষিকী, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী এবং ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন।

মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারমুক্ত করার প্রস্তাব দেওয়া প্রসঙ্গে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দলের একজন সিনিয়র নেতা। আমরা তাকে সম্মান দিতে চাই। নেতাকর্মীরা মাহতাব উদ্দিন চৌধুরীকে পূর্ণাঙ্গ দায়িত্বে চান। কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে প্রস্তাব পাঠানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে।’

২০১৭ সালের ১৫ ডিসেম্বর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে নগর আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হলে কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছিলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ২৫ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নগর কমিটির দায়িত্ব মাহতাবকে দেওয়ার বিষয়টি জানান। সেই থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নগর আওয়ামী লীগের দায়িত্ব সামলে আসছিলেন মাহতাবউদ্দিন চৌধুরী।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!