শুধু টসই জিতল বাংলাদেশ, বাকিসব ভারত নারী ‘এ’ দল

তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে ভারত ‘এ’ নারী দল। সিরিজের ওয়ানডে সিরিজটি চট্টগ্রামে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কক্সবাজারে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (৪ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কোনো বিভাগেই প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ নারী ‘এ’ দল। ম্যাচের ফলই বলে দিচ্ছে লড়াইটা হয়েছে অসম!

বাংলাদেশ নারী ‘এ’ দল করল মাত্র ১০৪ রান। কোটার পুরো ওভারও খেলতে পারল না। খেলল ৪৫.৩ ওভার। জবাবে ভারতের নারী ‘এ’ দল মাত্র ২ উইকেট হারিয়ে তুলে নিল ১০৫ রান। তাও আবার মাত্র ৩৭.৫ ওভারে। ম্যাচ জিতল ভারত ৮ উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ তে। বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ তাদের কব্জায়।

পুরো ম্যাচে বাংলাদেশ একটা সময়েই শুধু সাফল্য পেয়েছে-টস। সকালে টসে জিতে বাংলাদেশ নারী ‘এ’ দলের অধিনায়ক শায়লা শারমিন ব্যাটিং বেছে নেন। তবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ভারতের বোলিংয়ের সামনে বলার মতো কোনো জুটিই গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা। মুর্শিদা খাতুন ও শারমিন আক্তারের ওপেনিং জুটি ভাঙ্গে ম্যাচের ষষ্ঠ ওভারে। স্কোরবোর্ডে জমা তখন মাত্র ১৯।

ওয়ানডাউনে ফারজানা হক পিংকি লম্বা সময় উইকেটে টিকে ছিলেন কিন্তু ইনিংস বড় করতে পারলেন কই। ৪৪ বল খেলে পিংকি করেন মাত্র ১০ রান! টু-ডাউনে নিগার সুলতানা জ্যোতি ৩২ বলে ৩টি বাউন্ডারির সহায়তায় ১৭ রান করেন। মিডলঅর্ডারে রুমানা আহমেদ, শায়লা শারমিন ও রিতু মনি ব্যর্থ হন। তিনজনেই সিঙ্গেল ডিজিটে ফিরেন। আট নম্বরে ব্যাট করতে নেমে ফাহিমা খাতুন ৩৭ বল খেলে ১৭ রান করায় কোনোমতে তিন অঙ্কের দিকে যেতে পারে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর।

শেষের পাঁচ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল মাত্র ৩১ রান যোগ করে। থেমে যায় দলের সঞ্চয় ১০৪ রানে।

ওয়ানডে ক্রিকেটে ম্যাচ জেতার এই রান নিয়ে লড়াই করা যায় না। বাংলাদেশ ‘এ’ দল সিরিজের প্রথম ম্যাচেও ব্যতিক্রম কিছু করতে পারেনি। ওপেনার নুজহাত পারভিনের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৮ উইকেটের অনায়াস জয় তুলে নেয় ভারতীয় ‘এ’ দল। বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন ‘এ’ দলের এই সিরিজে। সিরিজের দ্বিতীয় ম্যাচ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ৬ অক্টোবর।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী ‘এ’ দল: ১০৪/১০, ৪৫.৩ ওভারে (মুর্শিদা খাতুন ১০, ফারজানা হক ১০, নিগার সুলতানা ১৭, ফাহিমা খাতুন ১৭; শিমরান ১/২০, কানওয়ার ৩/২২, তনশ্রী ২/১১, সুশ্রী ৩/১৩)।
ভারত নারী ‘এ’ দল: ১০৫/২, ৩৭.৫ ওভারে (নুজহাত পারভিন ৫১*, তনুশ্রী ২৯*; শায়লা শারমিন ১/১১)।
ফল: ভারতীয় নারী ‘এ’ দল ৮ উইকেটে জয়ী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!