শুটার নাসির উদ্দিন জনির চিরপ্রস্থান

হঠাৎই না ফেরার দেশে চলে গেলেন সাউথ এশিয়ান (এসএ) গেমসে তিনটি স্বর্ণজয়ী শুটার নাসির উদ্দিন জনি। সোমবার (৮ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৯৯ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। তার বয়স হয়েছিল ৫২ বছর।

জনি ১৯৯৩ সালে ঢাকা এসএ (তৎকালীন সাফ গেমস) গেমসে ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে দলীয় বিভাগে স্বর্ণ জয় করেন। এ সময় তার সঙ্গী ছিলেন জিম এ হায়দার ও কামরুল ইসলাম। ১৯৯৫ সালে মাদ্রাজ গেমসে তিনি পেয়েছিলেন দুটি স্বর্ণ। যার মধ্যে ছিল ৫০ মিটার এয়ার রাইফেল প্রোন এবং পাশাপাশি ৫০ মিটার থ্রি পজিশনে দলীয় বিভাগে স্বর্ণ জিতেছিলেন জিম এ হায়দার ও সাইফুল আলম চৌধুরী রিংকিকে নিয়ে। এসএ গেমসের বাইরে জনির পদক আছে সাফ শুটিংয়েও। ১৯৯৯ সালে বাংলাদেশ শুটিং দলের সঙ্গে জনিও গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আটলান্টায়। তখন থেকে প্রায় ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা জনি বিয়েও করেছেন আরেক শুটার শারমিন রহমান সাগরকে। মৃত্যুকালে জনি স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে রেখে যান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!