শুক্রবার ৩ ঘন্টা বিদ্যুৎ বন্ধ মেডিকেলসহ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায়

শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বেশকিছু গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।

সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—

বিক্রয় ও বিতরণ বিভাগ স্টেডিয়ামের আওতাধীন স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার এইচ-৩, এইচ-৫, এইচ-৬ ও এইচ-১০ এর আওতায় আইইবি, চট্টগ্রাম ক্লাব, ভিআইপি টাওয়ার, শিশু পার্ক, আর্মি ক্যাম্প ও আশেপাশের এলাকাসমূহ।

১১ কেভি ফিডার এইচ-৫, এইচ-৬ এর আওতাধীন ওয়াসা, দামপাড়া, এমএম আলী রোড, ওআর নিজাম রোড, সেন্ট্রাল প্লাজা, গোলপাহাড় মোড়, পেনিনসুলা, জিইসি, প্রবর্তক মোড় (সমস্ত প্রিপেইড এলাকা), আমীরবাগ আবাসিক এলাকা, পাঁচলাইশ আবাসিক এলাকা, বাদশা মিয়া রোড ও ও আশেপাশের এলাকাসমূহ।

১১ কেভি ফিডার এইচ-১০ এর আওতাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের এলাকাসমূহ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!