শুক্রবার বিদ্যুৎ থাকবে না চট্টগ্রাম নগরের যেসব এলাকায়

বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল খুলশী, নাসিরাবাদ, লালখানবাজার, কসমোপলিটন এলাকাসহ বেশ কিছু এলাকায় অনেকটা সময়জুড়ে বিদ্যুৎ থাকবে না। এ দুই দিন সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত

খুলশী বিতরণ বিভাগ আওতাধীন এলাকা—

বিক্রয় ও বিতরণ বিভাগ—খুলশীর আওতাধীন খুলশী ১৩২/৩৩ কেডি খুলশী গ্রিড, উপকেন্দ্র ৩ কেভি খুলশী-জালালাবাদ ৩৩ কেভি সার্কিট-২, ১১ কেভি খুলশী-২, ৩ এবং জালালাবাদ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি গ্রাহক সালেহ স্টিল, সিএসএস কর্পোরেশন, ইসলাম স্টিল, কেএমসি, বেঞ্জ স্টিল এলাকা।

খুলশী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকা—

দক্ষিণ খুলশী- রোড-১, ২ ও ৩, ঝাউতলা, আমবাগান, নাসিরাবাদ প্রপার্টিজ, জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ আবাসিক এলাকা, ডেবারপাড়, কুসুমবাগ আবাসিক এলাকা, দক্ষিণ খুলশী, ভিআইপি আবাসিক এলাকা, ওয়ারলেস কলোনি, দক্ষিণ খুলশী, ঝাউতলা, গার্লস কলেজ, ফয়স লেক, আকবরশাহ হাউজিং, রেলওয়ে হাউজিং, শহীদ লেইন, চক্ষু হাসপাতাল, ইউএসটিসি, বিটিভি, বাংলাদেশ রেলওয়ের স্থাপনাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জালালাবাদ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকা—

নাসিরাবাদ হাউজিং সোসাইটি, রোড নং-১, ২, ৩, ৪, ৫, ৬, হিলভিউ হাউজিং সোসাইটি, অংকুর স্কুল, মিমি আবাসিক এলাকা, সানন্দা আবাসিক এলাকা, আরিফিন নগর, প্রবর্তক মোড়, নাসিরাবাদ, মসজিদ, কুঞ্জছায়া, টেক্সটাইল গেইট, বিবি রোডের উভয় পাশ, বায়েজিদ স্টিল, সালেহ স্টিল, নাসিরাবাদ শিল্প এলাকা, বাংলা বাজার, চৌধুরী নগর, চন্দ্র নগর, গ্রিন ভ্যালি আবাসিক এলাকা, ডেবারপাড়, মোজাফ্ফর কন্ট্রাক্টর রোড, টেকনিক্যাল মোড়, বিবি রোডের আংশিক, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, তুলাতলী রোড, বেবী সুপার মার্কেট, কর্ণফুলী মাকেট, আল-ফালাহ গলি, আপন নিবাস, সিএন্ডবি কলোনি, সিডিএ এভিনিউ, পুলিশ লাইন, জিইসি মোড় (আংশিক), ওয়াসা মোড়, লালখান বাজার, হাইলেভেল রোড, বাঘঘোনা, পোড়া কলোনি, একে খান বাংলো, আদর্শ পাড়া, কসমোপলিটন, মেয়র গলি, চশমা পাহাড় ২ নম্বর গেইট, শেখ ফরিদ মার্কেট, ষোলশহর রেলস্টেশন, এলজিইডি ভবন, রহমান নগর, হিল ভিউ, বার্মা কলোনি, আলী নগর এলাকাগুলোতে লোডশেডিং থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!