শীতকালীন ছুটির কারণে পেছালো ডিগ্রী প্রথম বর্ষের পরীক্ষা

শীতকালীন ছুটির কারণে পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা।

এ উপলক্ষে ১৮-৩১ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। স্থগিত সকল পরীক্ষা ২-১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মু.সাইফুল ইসলাম নিশাত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পরীক্ষার যে রুটিনটা করেছি সেটা শীতকালীন ছুটির মধ্যে পড়েছে। এখন সারাদেশের সরকারি শিক্ষকরা আবেদন করেছেন ছুটির সময়ে তারা পরীক্ষা নিতে অপারগ। তাদের আবেদনের কারণেই পরীক্ষার সময় আমরা পিছিয়ে দিয়েছি। ১৮ই ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের স্থগিত সকল পরীক্ষা ২-১২ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।১৮ ডিসেম্বরের আগ পর্যন্ত সকল পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে।’

শীতকালীন ছুটির কারণে পেছালো ডিগ্রী প্রথম বর্ষের পরীক্ষা 1

নতুন রুটিন অনুযায়ী পরিবর্তিত সময় ও পরীক্ষা

১৮ই ডিসেম্বরের পরীক্ষা ভূগোল ও পরিবেশ/ জেনারেল সায়েন্স ফুড এণ্ড নিউট্রিশন ২য় পত্র অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি, ১৯ ডিসেম্বর অর্থনীতি/ প্রাণিবিজ্ঞান ২য় পত্র পরীক্ষা হবে ৪ ডিসেম্বর, ২১ ডিসেম্বরের পরীক্ষা পরিসংখ্যান /রবীন্দ্র সংগীত/ নজরুল সংগীত ২য় পত্র হবে ৫ জানুয়ারি, ২৩ ডিসেম্বরের পরীক্ষা ইসলামিক স্ট্যাডিজ/ এপ্লাইড হোম ইকোনমিক্স/ মার্কেটিং ২য় পত্র পরীক্ষা হবে ৭ জানুয়ারি, ২৮ ডিসেম্বরের পরীক্ষা সমাজ বিজ্ঞান/সমাজকর্ম/পদার্থবিজ্ঞান ২য় পত্র হবে ৮ জানুয়ারি, ২৯ ডিসেম্বরের পরীক্ষা গণিত/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান/উচ্চাঙ্গ সংগীত (ব্যবহারিক) ২য় পত্র হবে ৯ জানুয়ারি, ৩০ ডিসেম্বরের পরীক্ষা দর্শন/ মৃত্তিকা বিজ্ঞান ২য় পত্র হবে ১১ জানুয়ারি, ৩১ ডিসেম্বরের পরীক্ষা মনোবিজ্ঞান/ক্রীড়া ব্যবস্থাপনা ২য় পত্র হবে ১২ই জানুয়ারি।

এনজে/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!