শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম কর্ণফুলি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট

শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম কর্ণফুলি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট। 

 

বুধবার প্রজেক্ট পরিদর্শনে সময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফয়েজ উল্লাহ্‌ এ কথা জানান।

14203399_1639078943068899_1316222010_o

 

পরিদর্শনকালে এ প্রজেক্টে দৈনিক কি পরিমান পানি উত্তোলন করা হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দৈনিক ১৪৩কোটি লিটার পানি সরবরাহ করা হবে। যা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বন্টন করে সাপ্লাই দেওয়া হবে। তবে যে সমস্থ এলাকায় পানির জন্য মানুষ অতি কষ্টে আছে, সে সমস্থ এলাকায় পানি তরিৎ গতিতে সাপ্লাই নিশ্চিত করা হবে।

 

এসময় তিনি আরো জানান,পানির গুনগত মান অত্যন্ত উচ্চ মানের। যা চট্টগ্রাম বাসীর জীবন যাত্রার মানের ও পরিবর্তনে সামর্থ হবে।

 

প্রকল্পের বর্তমান প্রজেক্ট ব্যবস্থাপক প্রকৌশলী জহুরুল হক জানান, কর্ণফুলি ওয়াটার সাপ্লাই প্রকল্পের অভিভাবকের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী এ কে এম ফয়েজ উল্লাহ্‌র নের্তৃত্বে নগরবাসীকে যত তারাতারি সম্ভব পানি সাপ্লাই দিতে দৃঢ প্রতিশ্রুত।

 

রিপোর্ট : হাশেম তালুকদার।

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!