শিশু আয়াতের খণ্ডিত পা মিলল ইপিজেড এলাকার স্লুইস গেটে

অবশেষে খোঁজ মিলেছে শিশু আয়াতের দেহের এক খণ্ডিত অংশের। চট্টগ্রামের ইপিজেড থানার স্লুইচ গেট এলাকায় আয়াতের শরীরের একটি পায়ের অংশ খুঁজে পেয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশন (পিবিআই)।

আয়াত নিখোঁজের ১৫ দিন পর বুধবার (৩০ নভেম্বর) আয়াতের শরীরের খণ্ডিত অংশ খুঁজে পেলো তদন্ত সংস্থা পিবিআই।

দুপুর পৌনে ৩টায় স্লুইস গেটে দুইটা পোটলা দেখতে পায় পিবিআই কর্মকর্তারা। পরে সেই পোটলা দুটি থেকে শিশু আয়াতের দুটি পা উদ্ধার করা হয়।

এর আগে আয়াতের খণ্ডিত দেহ উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২৭ নভেম্বর) আবিরকে নিয়ে অভিযানে নামে পিবিআই চট্টগ্রাম মেট্রোর কর্মকর্তারা।

অভিযানের এক পর্যায়ে ফ্রি পোর্ট এলাকার আকমল আলী রোডে আবিরের মা ও বোনের ভাড়া বাসায় যায় পিবিআইয়ের তদন্ত তারা।

এ সময় একরুমের সেই ভাড়া বাসার বাথরুমের উপরে, চকির পায়াতে ও দেয়ালে রক্তের ছোপ দেখতে পায় তদন্ত কর্মকর্তারা।

এছাড়াও বাথরুম থেকে আয়াতকে টুকরো করার কাজে ব্যবহৃত একটি গাছের গুড়িও উদ্ধার করে পিবিআই।

পিবিআই কর্মকর্তারা প্রথমিকভাবে ধারণা করছেন, আয়াতকে হত্যার পর এই গাছের গুড়িতে রেখেই ৬ টুকরো করা হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে অভিযুক্ত আবিরকে সাথে নিয়ে প্রথমে আউটার লিংক রোডে অভিযানে যায় পিবিআই।

এ সময় আবিরের দেওয়া তথ্যমতে আউটার লিংক রোডের পাশে এবং আকমল আলী রোডের স্লুইচ গেইটের খালে স্থানীয়দের সহযোগীতায় অভিযান চালায় তদন্ত সংস্থা। কিন্তু সেই এলাকায় কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে অভিযুক্ত আবিরের দেওয়া তথ্যমতে তার মা ও বোনের ভাড়া বাসার তথ্য দেওয়া হলে সেখানে যায় পিবিআই টিম। এ সময় আকলম আলী রোডের দ্বীন মোহাম্মদ ভবনের নিচতলার সেই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় গাছের গুঁড়ি ও রক্তের ছাপ।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!