শিশুর মানস গঠনে সম্প্রীতি বুনন বিষয়ে কর্মশালা চট্টগ্রামে

স্কুল পর্যায়ে পঠিত বিভিন্ন ধর্মের পাঠ্যবইয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতির জন্য সহায়ক এবং সহায়ক নয়— এমন পাঠ সনাক্ত করতে একটি গবেষণা পরিচালিত হচ্ছে চট্টগ্রামে।

শনিবার (২১ নভেম্বর) শিশুর মানস গঠনে সম্প্রীতি বুনন-বিষয়ক এ গবেষণার অংশ হিসেবে একটি কর্মশালা চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনের সুপ্রভাত বাংলাদেশের সম্মেলন হলে অনুষ্ঠিত হয়।

দ্য নেটওয়ার্ক ফর রেলিজিয়াস অ্যান্ড ট্র্যাডিশনাল পিসমেকারের তিনজন ফেলো যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ, শান্তিকর্মী সনৎ কুমার বড়ুয়া এবং ব্যাংকার ও শান্তিকর্মী শাসন বড়ুয়া যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছেন।

অধ্যাপক মাছুম আহমেদের নেতৃত্বে পরিচালিত কর্মশালায় তরুণ গবেষণাকর্মীদের মধ্যে অংশ নেন সাংবাদিক তৃষ্ণিকা তালুকদার, আল ইমরান, গোলাম রব্বানী ইমার, ইনতিছার বিন ইসমাইল, কাজী তৌফিকা ইসলাম, পিংকি চক্রবর্তী ও প্রার্থী ঘোষ।

গবেষণার আওতায় পরবর্তীতে স্কুল পর্যায়ের ধর্মীয় শিক্ষকদের কর্মশালাসহ আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষায় সংলাপ অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!