শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টা, নির্মাণশ্রমিকের ১০ বছর কারাদণ্ড

পার্বত্য জেলা রাঙামাটিতে দ্বিতীয় শ্রেণীর একছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মো. আবুল হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ আদেশের পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দিয়েছেন।

তিনি জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ১ নম্বর ব্লকের মো. জামাল এর ছেলে। বর্তমানে রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ ডিসেম্বর রাঙামাটি জেলা শহরের আলম ডকইয়ার্ড এলাকার একটি বাসায় বাথরুমের দরজা পরিবর্তন করতে যায়। এসময় দ্বিতীয় শ্রেণী পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা করে আবুল হোসেন।

পরে ভিকটিমের চিৎকারে মামলার বাদীর ভগ্নিপতি মাস্টার এগিয়ে এলে অভিযুক্ত মো. আবুল হোসেন পালানোর চেষ্টা করে, তখন মাস্টার তাকে একটি কক্ষে আটকে রাখেন।

পরে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!