শিল্পকলা একাডেমিতে কথক থিয়েটার প্রযোজিত নাটক চিড় প্রদর্শিত হবে ২০ জুন

শিবুলু চৌধুরী রচিত ও মুহাম্মদ শাহ্ আলম নির্দেশিত কথক থিয়েটারের আঠারতম প্রযোজনা ‘চিড়’ নাটকের ষষ্ঠ ও সপ্তম প্রদর্শনী ২০ জুন বিকাল চারটা ও সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হবে।

উল্লেখ্য, ক্ষয়িষ্ণু দৃশ্যমান নয় এমন এক সর্ম্পকের গল্প ‘চিড়’। দ্বন্ধ-সংঘাত, বিশ্বাস-অবিশ্বাস ও ভালবাসা একটি সম্পর্কের জন্য অপরিহার্য অংশ। এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে ‘চিড়’ নাটকের কাহিনী আবর্তিত হলেওে এসবকে এড়িয়ে যাওয়া বাস্তব জীবনে খুব কঠিন।

এ নাটকে অভিনয় করবেন, আঁখি ধর, শ্রাবন্তি চাকমা, ওবায়দুল হক সাগর, উত্তম বিশ্বাস ও মুহাম্মদ শাহ্ আলম। নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন নাট্য নির্দেশক মোসলেম উদ্দিন শিকদার। আলো প্রক্ষেপনে থাকবেন সালাউদ্দিন বাপ্পি, আবহ সঙ্গীত প্রয়োগ করবেন আশেক মাহবুব শুভ এবং মিলনায়তন ব্যবস্থাপনায় থাকবেন মুনা, অনুপম, তৌহিদ, সাথী, রাফিদ।

প্রবেশপত্র প্রদর্শনীর পূর্বে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!