‘শিক্ষার প্রসারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে’

শিক্ষার প্রসারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা একটি জাতিকে এগিয়ে দেয়। শিক্ষার পরিবেশ ও অভিভাবকদের সচেতনতা শিক্ষার প্রসারে ভুমিকা রাখে।

রাঙ্গুনিয়া নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শনিবার (৭ সেপ্টম্বর) বিকাল ৩টায় অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপগুলো আন্তরিকতার সাথে বাস্তবায়নে জেলাপ্রশাসন কাজ করে যাচ্ছে। অর্থাভাবে যেন কারো শিক্ষা থেমে না যায় সেজন্য জেলা প্রশাসনের উদ্যোগে এজন্য জেলাপ্রশাসন শিক্ষা উপকরণ বিতরণ, জেলাপ্রশাসক প্রাথমিক শিক্ষাবৃত্তি চালু করেছে। লেখাপড়ার সাথে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষা অর্জন করা প্রয়োজন। অভিবাবকেরা সচেতন হলে দেশে শিক্ষার হার আরো বেড়ে যাবে।

পরে তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, টিফিনবক্স, ডায়েরি ও উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিশুমেলা মডেল স্কুলে তিনতলা ভবন উদ্বোবধন করেন।

আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, খুলিলুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.জহির উদ্দিন, মো. জামাল উদ্দিন।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!