‘শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় কোন পান-সিগারেটের দোকান থাকবে না’

চট্টগ্রাম নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল এলাকার একশ গজের মধ্যে থাকা পান-সিগারেটের দোকান দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (১৫ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে
বেসরকারি সংস্থা বিটা, ইলমা ও ক্যাব চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘সকলের অংশগ্রহণে নিশ্চিত হোক তামাকমুক্ত চট্টগ্রাম নগরী’ শীর্ষক সাংস্কৃতিক প্রচারাভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

সিটি মেয়র বলেন, মহানগরীতে স্কুল, কলেজ এমনকি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অনেক পান-সিগারেটের দোকান দেখতে পাওয়া যায়। দোকানগুলোতে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে তামাক জাতীয় পণ্য। এসব কারণে দিন দিন ধূমপানে আসক্ত হচ্ছে শিক্ষার্থীরা। ধূমপানের কারণে ধীরে ধীরে আমাদের প্রজন্ম সমাজ ধ্বংসের অতলে নিমজ্জিত হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের হাতেই পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। কিন্তু ধূমপান আসক্তি সকল মাদকাসক্তির প্রাথমিক পর্যায় একথা প্রমাণিত সত্য। তাই প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে তামাক মুক্ত নগরী বিনির্মাণ আজ সময়ের দাবি।

তিনি আরও বলেন, নগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল এলাকার একশ গজের মধ্যে কোন ধরণের পান-সিগারেটের দোকান দেয়া যাবে না। এজন্য সার্বজনীন সহযোগিতা প্রয়োজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সমন্বিত করে আমার পরিকল্পনা বাস্তবায়ন করব। এই লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট পক্ষকে সাথে নিয়ে প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার একশ গজের মধ্যে অবস্থিত সকল পান-সিগারেটের দোকান উচ্ছেদ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রােখেন বিটা’র নির্বাহী পরিচালক শিশির দত্ত, স্বাস্থ্য উপ-পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সিটিএফকে বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ড. শরিফুল ইসলাম, চট্টগ্রাম ক্যাব প্রেসিডেন্ট নাজের হোসাইন, বিটার টিম লিডার প্রদীপ আচার্য ও কাউন্সিলর আবিদা আজাদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!