শাহ আমানতে স্বর্ণ, মদ ভারতীয় শাড়ি ও মোবাইল জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি আলাদ ফ্লাইট থেকে স্বর্ণ, মোবাইল, মদ ও ভারতীয় শাড়ি জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। সোমবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান, রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলার ফ্লাইটের ৩ যাত্রী থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় শাড়ি।
জব্দকৃত ভারতীয় শাড়ি।

চট্টগ্রাম কাস্টম হাউজের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বলেন, কলকাতা থেকে আগত রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউ এস বাংলা এয়ার লাইন্সের দুই যাত্রীর কাছ থেকে ৭১টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ৪ লিটার বিভিন্ন ব্রান্ডের মদ জাতীয় পানীয় এবং ৬৪ টি পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এছাড়া জেদ্দা হতে আসা বাংলাদেশ বিমানে আগত যাত্রী হতে ৬টি স্বর্ণ বার (৬৮৫ গ্রাম) যার আনুমানিক সর্বমোট মূল্য ৪৮ লাখ টাকা।

নাহিদ নওশাদ মুকুল বলেন, কাস্টমস আইন অনুযায়ী মালামাল জব্দের বিষয়ে পরবর্তী করণীয় চলমান রয়েছে।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!