শাহ আমানতে যাত্রীর ব্যাগেজে ২ স্বর্ণবারসহ ৪৫২ কার্টন সিগারেট

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে পাওয়া গেল ৪৫২ কার্টন সিগারেট ও ২টি স্বর্ণের বার। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

এর আগে সকালে ৩২১ কার্টন সিগারেট ও ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ফলে পৃথক অভিযানে মোট ৭৭৩ কার্টন সিগারেট ও তিনটি স্বর্ণের বার উদ্ধার হলো বিমানবন্দর থেকে।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘বিকেলে এক যাত্রীর ব্যগেজ থেকে ৪৫২ কাটন সিগারেট ও ২টি স্বর্ণের বার পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘সকালে ও বিকালে মোট ৭৭৩ কার্টন সিগারেট ও ৩টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আইনগত ব্যবস্থা নিচ্ছেন।’

এএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!