শাহ আমানতে জোর করে বখশিশ নিয়ে নিরাপত্তা কর্মী বরখাস্ত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে জোরপূর্বক বখশিশ নেওয়ার দায়ে এক নিরাপত্তা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী রাশেদুল হাসান ‘ফ্লাই দুবাই’এর এক যাত্রীর কাছে জোরপূর্বক ৫শ টাকা বকশিশ আদায় করে।

বুধবার (৩১ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বখশিশ দাবি করে নিরাপত্তাকর্মী রাশেদুল ইসলাম। এতে উপস্থিত অন্যান্য যাত্রীরাও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমাবন্দরের ব্যবস্থাপকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ারই জামান বলেন, মধ্যপ্রাচ্যগামী এক যাত্রী থেকে ৫শ টাকা বখশিশ নেওয়ার কথা শিকার করেছে রাশেদুল। বিষয়টি অনৈতিক হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!