শাহ আমানতে কাস্টমসের অটোমেশন উদ্বোধন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্যের তথ্য সংরক্ষণ ও শুল্কায়নে অটোমেশন পদ্ধতির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম উদ্বোধন করেন।এখান থেকে আলাদা অফিস কোড (৩০৪) ব্যবহার করবে শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা। এছাড়া আর্থিক লেনদেন করতে পারবে সোনালী ব্যাংক শাহ আমানত আন্তার্জাতিক বিমানবন্দর শাখায়।
সভায় কমিশনার ফখরুল আলম বলেন, ‘ডিজিটাল এক্সিট নোট চালুর ফলে বিমানবন্দরের কার্গো হল থেকে শুল্ক পরিশোধ ছাড়া পণ্য খালাসের ঘটনা আর ঘটবে না।’
কাস্টমস কমিশনার বলেন, ‘এক্সিট নোটের ফলে বিল অব এন্ট্রিতে অনিয়ম সংগঠিত হয়েছে কিনা, কী কী ধরনের অনিয়ম— পণ্য পরীক্ষা না করা, শুল্কায়ন না করা, শুল্ক কর পরিশোধ না করে পণ্য খালাস গ্রহণ, পণ্য চালানের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট নোটিশ বা রিলিজ অর্ডার ইস্যু করা হয়েছে কিনা সবকিছু জানা যাবে কম্পিউটারে এক ক্লিকেই।’

তিনি বলেন, ‘জালিয়াতি রোধ করার জন্য ডিজিটাল পদ্ধতির অংশ হিসেবে এটি চালু করছে চট্টগ্রাম কাস্টমস। এর ফলে কাস্টমস হাউসের কর্মকর্তা এবং সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানি কোম্পানির সঠিক তথ্য সংরক্ষণ থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার কাজী জিয়া উদ্দিন, যুগ্ম কমিশনার মাহবুব হাসান, ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ, সোনালী ব্যাংক শাহ আমানত বিমানবন্দর শাখার ম্যানেজার তৌহিদুল গণি চৌধুরী, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কার্গো তত্ত্বাবধায়ক কাজী খায়রুল কবীর, সিএন্ডএফ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহবুব বিলু উপস্থিত ছিলেন।’

এএস/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!