শাহজাহান শাহের ২ দিনব্যাপী ওরশ রোববার

চট্টগ্রামের হাটহাজারীর ধলই শাহী দরবার শরীফের মহান আধ্যাত্মিক সাধক, বার আউলিয়ার অন্যতম হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ্ (রা.) এর ২ দিনব্যাপী ৫১৪তম বার্ষিক ওরশ রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মাজার শরীফে গোসল, পুষ্পপ্রদান, মিলাদ, কিয়াম, জিয়ারত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত। এছাড়া ৩ ফেব্রুয়ারি রাত ১১টায় যিকির, সামা মাহফিল ও তাবারুক বিতরণ।

উল্লেখ্য, ওরশ উপলক্ষে সম্প্রতি ওরশ শরীফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক মাহাবুবুল আলমের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মাজার শরীফ পরিচালনা পরিষদের সভাপতি এজাহার মিয়া চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন চোধুরী, নুরুল ইসলাম তালুকদার, মাস্টার আবু তালেব চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়দুল আলম, মাস্টার দিদারুল আলম, শফিউল আজম চৌধুরী, মাওলানা নরুল আবছার শরীফ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন, মাস্টার মোহাম্মদ আলী, মাওলানা শফিউল আলম, মাওলানা তফাজ্জাল আহমদ চৌধুরী, মওলানা মাহাবুবুল আলম, মোহাম্মদ খায়রুল হক মাস্টার প্রমুখ। সভায় ওরশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!