শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের শাল্লায় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিএমবি কলোনি মোড় থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, হেফাজতে ইসলামের একজন নেতা মামুনুল হককে নিয়ে এক হিন্দু ব্যক্তির স্ট্যাটাস দেয়ার জের ধরে কয়েক হাজার মানুষ আজ সকালে নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। এসময় তারা অন্তত ৮৮টি বাড়ি ঘর ও সাত-আটটি পারিবারিক মন্দিরে ভাংচুর করে এবং লুটতরাজ চালায়।

কাজী মো. আরিফের সভাপতিত্বে ও সরওয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মো, লোকমান, মো. ঈসমাইল হোসেন, সাজ্জাদ আলী জুয়েল, টিপু, মনির, জুয়েল, সাদ্দাম হোসেন জয়, রমজান আলী, আমিনুল, সাজিবুল ইসলাম সজীব, আরমান, ফারুক হোসেন সুমন, মো. মাসুম, সাদ্দাম, সুজন, সাগর, জাবেদ, নবী, হিমেল, সাকিব, সাফায়েত, হুমায়ুন কবীর, তানজীম উদ্দীন, আবিদ হাসান, সৈয়দ সুলতান, আকবর জুয়েল, জাহিদ হোসেন, আমজাদ হোসেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!