শাটল ট্রেনে চলাচলে ১০ নির্দেশনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে চলাচলে শিক্ষার্থীদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে শাটল ট্রেনের বিভিন্ন বগিতে নিরাপত্তা সংশ্লিষ্ট ১০টি নির্দেশনা সম্বলিত স্টিকার লাগিয়ে এমন নির্দেশনা দেয় প্রশাসন।

নির্দেশনাগুলো হল শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় কর্তৃক ভাড়ায় চালিত, শিক্ষার্থী ছাড়া অন্যদের আরোহণ না করা, অবৈধ যাত্রীদের দেখলে পুলিশের নিকট সোপর্দ করা, ট্রেনের ছাদে-বগির দরজায় ও ইঞ্জিনে বসা থেকে বিরত থাকা, ট্রেন চলন্ত অবস্থায় ওঠা-নামা না করা, শাটল ট্রেনে আসন সংরক্ষণ ও মালামাল না রাখা, ধূমপান না করা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, শাটল ট্রেনের যত্ন নেওয়া এবং ক্ষতিসাধন করা থেকে বিরত থাকা।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। তিনি বলেন, শাটল ট্রেনে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অবৈধ যাত্রী আরোহণ করলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা, শাটল ট্রেনে ধূমপান না করা। যারা এসব নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উলে­খ্য, শাটল ট্রেন শুধুমাত্র চবি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হলেও প্রায়ই বহিরাগতরা শাটলে যাতায়াত করে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!