শাটলে চবির শিক্ষার্থী উত্ত্যক্ত করায় ১ মাসের কারাদণ্ড যুবকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় শাহজান নামের এক বহিরাগত যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের শাটল ট্রেনে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে ওই যুবক ছাত্রীকে উত্ত্যক্ত করে। পরে রাত ৮টায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা।

উত্ত্যক্তকারী যুবকের বাড়ি ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকায়। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সংলগ্ন একটি ক্যান্টিনের কর্মচারী।

অন্যদিকে উত্ত্যক্তের শিকার ওই ছাত্রী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শাটল ট্রেনে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ওই ছাত্রী। এ সময় অভিযুক্ত যুবক তার পাশে বসেন এবং তার সাথে অশোভন কথাবার্তা বলেতে থাকেন। এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হন। এ সময় ট্রেনে থাকা লোকজন তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা বলেন, ‌‘নারী উত্ত্যক্তের অভিযোগে অভিযুক্ত যুবককে দণ্ডবিধি ১৮৬০ (৫০৯) অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান বলেন, ‘বিষয়টি জানার পর ওই শিক্ষার্থী এবং অভিযুক্তকে পুলিশ বক্সে নিয়ে আসা হয়। উভয়ের বক্তব্য শুনে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দিয়েছেন।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!