শহীদ দিবসে যুব মহিলা লীগের কর্মসূচি

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের আহবায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর নেতৃত্বে নেত্রী ও কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব মমতাজ বেগম রোজী,জিনাত সুলতানা ঝুমা,ইয়াসমিন মিনু জাহানারা বেগম,শামীম আরা লিপি,ফুল্লু রানী,সোনিয়া আজাদ,তাজরিন রহমান,বকুল আক্তার,আবিদা সুলতানা,নিমু আক্তার,মর্জিনা সুলতানা,প্রিয়াংকা চক্রবর্তী,দেলোয়ারা বেগম,রিদওয়ানা চৌধুরী প্রমুখ।

সকাল ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় আহবায়িকা সায়রা বানু রৌশনী বলেন,ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য জীবনদানের ঘটনা বাঙালীদের মাঝে স্বাতন্ত্রবোধের জন্ম দিয়েছে এবং তা ৭১এ স্বাধীনতার আকাঙ্খায় পূর্ণতা পেয়েছে। জাতি হিসেবে এটাই বাঙালীর শ্রেষ্ঠত্ব। তাই ভাষার জন্য যারা দিয়ে গেছে আমরা তাদের ভুলিনি। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!