শহীদদের শ্রদ্ধা জানানো হলো না পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল্লাহর

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে নেতাকর্মীসহ স্লোগান নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল্লাহ। মিছিলের অগ্রভাগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। বিজয় দিবসে শহীদদের আর শ্রদ্ধা জানানো হয়নি তাঁর। পাড়ি জমালেন না ফেরার দেশে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টার সময় উন্নত চিকিৎসার জন্য পেকুয়া থেকে চট্টগ্রামে নেওয়ার পথে শহিদুল্লাহ মারা গেছেন।

মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৫০ বছর। পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন থেকে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

রাজনৈতিক জীবনে সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এর আগেও ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্নে পদে তিনি দায়িত্ব পালন করেন।

শহিদুল্লাহর ছোট ভাই রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ভোরে তিনি স্ট্রোক করেছেন। চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মাগরিবের নামাজের পর টইটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামায অনুষ্ঠিত হবে।’

শহিদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি বলেন, ‘সকাল ৬টায় সময় সুস্থ একজন মানুষ শতশত দলীয় কর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছিলেন। মাত্র কয়েক মিনিটের ব‍্যবধানে তিনি না ফেরার দেশে চলে গেলেন।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!