শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে চবি ‘ছাত্রলীগ একাংশের’ মার খেলেন ছাত্রদল নেতারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের উপর উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ছাত্রদল সাধারণ সম্পাদকের সাথে থাকা আরও ১০-১২ জন নেতাকর্মীও আহত হয়। বিজয় দিবসে স্বাধীনতা মুর‍্যালে শ্রদ্ধাঞ্জলি জানাতে ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর উপস্থিতি তাদের উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছ। ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দাবি, ছাত্রদল ক্যাম্পাসে নাশকতা চালাতেই এসেছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে স্বাধীনতা স্মৃতি ম্যুরালের পাশে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিজয় দিবসের ফুল দেওয়ার সময় ছাত্রলীগ আমাদের ওপর হামলা করেছে। আমাদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক হাসান আহমেদ গুরুতর আহত হয়েছেন। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন। তারা ছাড়া আমি, যুগ্ম সম্পাদক আরাফাত খান, জসিম উদ্দিনসহ মোট ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছি ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায়।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ আমাদের পাঁচজনের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে তারা।’

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ছাত্রদল কর্মীরা নাশকতার লক্ষ্যে ক্যাম্পাসে এসেছিল। ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে। তারা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যে অশ্লীল বাক্য লিখে চিকা মারারও পরিকল্পনা করছিলো। তারা ক্যাম্পাসে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে আসবে। অতর্কিত কেন আসবে?’

ইকবার টিপু আরও বলেন, ‘আমার উপস্থিতিতে বা নেতৃত্বে হামলা হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ছাত্রদল সন্ত্রাসীরা নাশকতা চালাতে আসার খবর পেয়ে আমি ওখানে গিয়েছিলাম। আমাদের নেতাকর্মীরাই ওদের প্রতিহত করেছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা এরকম ঘটনার কথা শুনেছি। নিরাপত্তা কর্মীরা আমাদের জানিয়েছে। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। এছাড়া আমাদের কেউ অভিযোগও জানায়নি। আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

এমআইটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!