লোহাগাড়া ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

লোহাগাড়ার উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে ওই নম্বর থেকে ফোন করে প্রতারণা করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৪ অক্টোবর) নম্বরটি ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ফোন করে টাকা চেয়েছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে সতর্ক হতে বলেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে ইউএনওর অফিসিয়াল ফেসবুক আইডিতেও পোস্ট দেয়া হয়েছে।

জানা যায়, ওই ক্লোন করা নম্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে ফোন করে বলে ‘আমি ইউএনও তৌছিফ আহমেদ বলছি, আপনার প্রতিষ্ঠানে একটি ল্যাপটপ দেয়া হবে। আপনি এ নম্বরে দ্রুত ৭ হাজার টাকা পাঠিয়ে দেন।’ এভাবে কারো কাছ থেকে ৫ হাজার টাকা, আবার কারো কাছ থেকে ৬ হাজার টাকা করে চাঁদা দাবি করছে ওই প্রতারক চক্র।

উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, ‘একটি চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন কাজ করছে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!