রাঁধুনীর ভেজাল ধনিয়া ও জিরা গুঁড়া জব্দ লোহাগাড়ায়

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ পাঁচ কেজি ২৩৫ গ্রাম ধনিয়া গুঁড়া ও এক কেজি ৮৬০ গ্রাম জিরা গুঁড়া জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী।

জানা যায়, লোহাগাড়া সদরের আমিরাবাদ স্কুল রোডের তানভির স্টোর থেকে রাঁধুনীর তিন কেজি ধনিয়া গুঁড়া ও ৬২৫ গ্রাম জিরা গুঁড়া, আলুরঘাট রোডের মাস্টার সুপার শপ থেকে রাঁধুনীর ১৩৫ গ্রাম ধনিয়া গুঁড়া ও ১৫০ গ্রাম জিরা গুঁড়া, জমির স্টোর থেকে রাঁধুনীর ৬০০ গ্রাম ধনিয়া গুঁড়া ও ৫০০ গ্রাম জিরা গুঁড়া, ফরিদ স্টোর থেকে রাঁধুনীর দেড় কেজি ধরিয়া গুঁড়া ও ৫৮৫ গ্রাম জিরা গুঁড়া জব্দ করা হয়।

মুহাম্মদ শের আলী বলেন, `বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ও হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ২১ ব্র্যান্ডের পণ্যের বিরুদ্ধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গত ১৩ জুনের আদেশ মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে জানান তিনি।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!