লোহাগাড়ায় চুনতি ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা

লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলায় চুনতি এলাকার অসহায়, দুঃস্থ জন সাধারণের মাঝে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করে চুনতি ফাউন্ডেশন। এ উপলক্ষে চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসার হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় চুনতি হাফেজিয়া আদর্শ মাদ্রাসার অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন, বিটিসিএল’র পরিচালক প্রকৌশলী শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আমান উল্লাহ, আলহাজ্ব আকতার উল্লাহ, ব্যবসায়ী আবুল হাসেম, সমাজসেবক মুজিবুল হক, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, এশিয়ান টিভি সাতকানিয়া- লোহাগাড়া প্রতিনিধি আবদুল আউয়াল জনি, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন ও সাপ্তাহিক গণঅধিকার লোহাগাড়া প্রতিনিধি সাত্তার সিকদার।

15-09-2016

অনুষ্ঠানে চুনতি ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মোহাম্মদ হোসেন, ডাঃ শরিফ, মামুনুল হক, সিরাজুল ইসলাম, আবুল ফয়েজ, জসিম উদ্দিন, মোঃ ফারুক, এডভোকেট ইমতিয়াজ, আমানুল হক, মঞ্জুর আলম, ফেরদৌস, এহছান, জমির উদ্দিন বাবর, মোঃ ইউসুফ, জাফর মেম্বার প্রমুখ।

 

উদ্বোধনী বক্তব্যে এম আজিজুল হক বলেন, লোহাগাড়ায় ঐতিহাসিক চুনতিতে শাহ ছাহেব কেবলা (রাহঃ), সুফিয়া কামাল, বুলবুল চৌধুরী, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বীর বিক্রম, সোলতান কামালদের মতো মহামানবের জন্ম। সেখানে চুনতি ফাউন্ডেশন পরিবার নিয়ে সামাজিক কর্মকান্ডে অগ্রসর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

 

এলাকার সচেতন মহল যদি আমাদেরকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব।

এলাকার হতদরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে এজন্য চুনতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি প্রকৌশলী শাহ আলম বলেন, আমি আশা করব এদের মতো সমাজের বিত্তবানরা হতদরিদ্রদের পাশে দাঁড়াবে।

 

বক্তব্যে আলহাজ্ব অধ্যাপক শফিক আহমদ বলেন, এলাকার সচেতন মহল চুনতি ফাউন্ডেশনের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে সামাজিক কর্মকান্ড চালিয়ে যায়, তাহলে চুনতি ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠান চিরঅম্লান হয়ে থাকবে।
ফ্রি চিকিৎসাসেবা প্রদান করলেন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা। এদের মধ্যে রয়েছেন ডাঃ মোহাম্মদ ইলিয়াস, ডাঃ নাহিদুল হাসান, ডাঃ মোহাম্মদ বেলাল উদ্দিন, ডাঃ সাখাওয়াত হোসেন (টুটুল), ডাঃ এ. এইচ. এম আতাউল্লাহ, ডাঃ আসরারুল হক, ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন, ডাঃ এ. ডব্লিউ. এম তাহমিদ হোসেন, ডাঃ নাফিয়া তাহসিন ও ডাঃ মোশাহিদ রাহিদ।

 

সাত্তার সিকদার, লোহাগাড়া প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!