লোহাগাড়ায় খড়ের গাদায় ১২ ফুট লম্বা অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় খড়ের গাদায় পাওয়া গেল ১২ ফুট লম্বা এক অজগর সাপ। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘীপাড় এলাকায় ধানি জমিতে খড়ের গাদায় এ সাপ দেখতে পান স্থানীয় কৃষক মোহাম্মদ হাবিব।

তিনি বলেন, ‘চলতি আমন মৌসুমে ধান মাড়াইয়ের পর আমি একটি খড়ের গাদা করি। কিছুদিন পর গাদা থেকে খড় অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময় অজগর সাপটি বেরিয়ে আসে। পরে সাপটি রশি দিয়ে বেঁধে রেখে চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তাকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।’

চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা এটিএম গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১২ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। মূলতঃ এ ধরনের সাপ বনাঞ্চলে থাকে।’

এদিকে, লোকালয়ে অজগর সাপটি উদ্ধারের খবর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে সাপ দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!