লোহাগাড়ায় কাফি কামাল সংবর্ধিত

লোহাগাড়ায় কাফি কামাল সংবর্ধিত 1সাত্তার সিকদার, লোহাগাড়া : বর্নাঢ্য আয়োজনে লোহাগাড়ার কৃতী সন্তান, জনপ্রিয় জাতীয় দৈনিক মানবজমিন এর সিনিয়র স্টাফ রিপোর্টার, পেশাদার সংবাদকর্মীদের প্রানের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র গতবারের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত এবং বিগত নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও সাংবাদিক কাফি কামালকে লোহাগাড়াবাসীর পক্ষথেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ার সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে ২০শে মার্চ সোমবার বিকাল ৩টায় এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সংবর্ধনা বাস্তবায়ন কমিটির যুগ্ন-আহবায়ক ও লোহাগাড়া অনলাইন প্রেসক্লাব সভাপতি সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় এবং লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযুদ্ধা সাংবাদিক নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নুরুল আমিন সাবেক চেয়ারম্যান, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক ইলিয়াস খান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পেশাদার সংবাদকর্মীদের প্রানের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ফিজনুর রহমান, লোহাগাড়া সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক নাজমুল মোস্তফা আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢা,বি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসিম, মুক্তিযুদ্ধা কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, বার আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্লাহ চৌধুরী, চুনতি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু নাঈম আজাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মোঃ জামাল উদ্দিন,লোহাগাড়া নিউজ ২৪ডট কমের সম্পাদক অধ্যাপক আবদুল খালেক,লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি সমাজ সেবক শাহাবুদ্দীন চৌধূরী,শ্রী নিবাস দাশ সাগর, এনু মিয়া-আয়েশা খাতুন ফাউন্ডেশনের প্রধান সমন্নয়কারী শফিকুল ইসলাম রাহী,আমিরাবাদ ইউ পি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী,বড়হাতিয়া ইউ পি চেয়ারম্যান এমডি জুনায়েদ, অধ্যাপক শাহাদাত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিয়া মুহাম্মদ ফারুক,রাজনৈতিক ব্যক্তিত্ব তৈয়বুল হক বেদার, ছাত্র নেতা ফৌজুল কবির ফজলু সহ আরো অনেকে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে লোহাগাড়া অনলাইন প্রেসক্লাব ও লোহাগাড়া প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্দ সহ কর্মরত সংবাদকর্মীরা সহ লোহাগাড়ার বিদ্যালয়ের শিক্ষক ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!