লোহাগাড়ায় আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল উদ্বোধনে এমপি নদভী

চট্টগ্রাম লোহাগাড়া চুনতীতে শাহ্ মনজিল সীরত ময়দানে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫২তম আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল।

শনিবার (৮ অক্টোবর) এ মাহফিলের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদ সদস্য প্রফেসর ড. মাওলানা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

মাহফিলের প্রথম অধিবেশন বাদে যোহর সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

এতে ‘নবী করীম (স.) এর শুভাগমন উপলক্ষে পূর্ববর্তী নবী ও রসূলগণের ভবিষ্যত বাণীসমূহের বর্ণনা’ বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি।

দ্বিতীয় অধিবেশনে বাদে আছর মুহাম্মদুর রসুলুল্লাহ’ (সা.) জন্ম বৃত্তান্ত, নবুয়্যত, পূর্ব জীবন, শৈশব ও যৌবনকাল ও পরিবারের সামাজিক অবস্থান’ বিষয়ে আলোচনা করেন লোহাগাড়া চুনতী ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হেলাল উদ্দীন।

তৃতীয় অধিবেশন বাদ সভাপতিত্ব করেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা হোছাইন আহমদ। ‘ইসলামের দৃষ্টিতে পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জার নীতিমালা বর্ণনা’ বিষয়ে আলোচনা করেন ফটিকছড়ি মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা এরশাদুল্লাহ।

বাদে এশা চতুর্থ অধিবেশনের আলোচনায় আলোচনায় অংশগ্রহণ করেন রাজঘাটা হোছাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুল ওয়াহেদ, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ।

মাহফিলে চুনতি হাকিমিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, মাহফিল মোতওয়াল্লী পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত, ইসমাইল মানিক, শাহজাদা তৈয়বুল হক বেদার, মাহাবুবুল হক, কাজী আরিফ, মোহাম্মদ ইদ্রিস মিনহাজ, সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, শাহ সাহেব কেবলা’র সহচর কাজী নাছির উদ্দীন, শাইখুল হাদীস মাওলানা হাফেজ শাহে আলম প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!