লোহাগাড়ার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নাছির উদ্দীন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন কল্পে বাছাই কমিটির বিচারে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন উপজেলার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন।

তিনি ২০১৭ সালেও চট্টগ্রাম জেলা ও লোহাগাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন।
মোহাম্মদ নাছির উদ্দীন পটিয়া উপজেলার আশিয়া গ্রামের মোহাম্মদ সরু মিয়ার পুত্র। তিনি ২০১৪ সালে লোহাগাড়া উপজেলার পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তাঁর প্রতিষ্ঠানটি বৃক্ষরোপনে বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার প্রাপ্ত হয়। তিনি লোহাগাড়া উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!