লোহাগাড়ায় বাইকের ধাক্কায় ছিটকে আহত পথচারী মারা গেলেন চমেকে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেলেন লোহাগাড়ার পদুয়ায় বাইকের ধাক্কায় আহত হওয়া পথচারী মোহাম্মদ বশির আহমদ (৫৩)। বুধবার (১ জুলাই) ২টার দিকে তিনি আহত হলেও চমেক হাসপাতালে মারা যান সন্ধ্যা ৬টায়। বশির আহমদ পশ্চিম পদুয়া মীরপাড়া এলাকার আলী আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদুয়ার ইউপি সদস্য মুহাম্মদ আনোয়ার হোসাইন।

জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বার আউলিয়া দরগাহ গেট এলাকার একটি মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে রাস্তা পার হচ্ছিলেন বশির আহমদ। এ সময় দ্রুতগতির একটি বাইক তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বশিরকে চমেক হাসপাতালে রেফার করেন। চমেকেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিতে মারা যান তিনি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরফাত বলেন, আমি দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!