লেকের পানিতে ডুবে শিশুর মৃত্যু, ৪ ঘন্টা পর লাশ খুঁজে পেল ডুবুরিরা

চট্টগ্রামের আনোয়ারায় লাকড়ি নিয়ে বাড়ি ফেরার পথে পা পিছলে লেকের পানিতে ডুবে ১৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় চার ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কোরিয়ান কেইপিজেডের গলফ এরিয়ার পাশ্বস্থ ১৪নং সিকিউরিটি পোস্ট সংলগ্ন লেকে এই ঘটনা ঘটেছে।

মারা যাওয়া সুমাইয়া শিমু বর্ষা বৈরাগ ইউনিয়নের বদলপুরা গ্রামের মোস্তাফার মেয়ে। সে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পরিবারের রান্না জন্য লাকড়ি সংগ্রহ করতে কেইপিজেড সংলগ্ন কালামিয়া সর্দার বাড়ি লেকের পাশে যায় সুমাইয়া। বিকাল ৪টার দিকে লাকড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ পা পিছলে লেকের পানিতে পড়ে ডুবে যায় সে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস টিমের সহায়তায় রাত নয়টায় তাঁকে উদ্ধার করা হয়।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, একটা শিশু লেকের পানিতে পড়ার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও আনোয়ারা ফায়ার সার্ভিস যৌথ অভিযান পরিচালনা করে প্রায় চার ঘন্টা চেষ্টায় মেয়েটিকে পানির নিচে থেকে উদ্ধার করে।

তিনি জানান, পরবর্তীতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!