লেকের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বাড়ি ভর্তি লোকজন। বাড়ির পাশে দুই বছরের ছোট্ট তামিম লেকের ধারে খেলছিল। লেকের পাড়েই নাওয়া-খাওয়া, জন্মের পর ছোট্ট তামিমের বেড়ে উঠা। বুধবার দুপুরে লেকের পানিতে ডুবে মারা যায় তামিম।

ঘটনাটি ঘটেছে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের মারিশ্যাচর এলাকায়।

নিহত শিশু তামিম উপজেলার ৪ নম্বর বগাচত্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার ভূঁইয়ার নাতি এবং আব্দুল হামিদের সন্তান বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবারও তামিম বাড়ির পাশে লেকের ধারে খেলছিল। বাড়ির লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে তামিম লেকের পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যায় তামিম। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে লেকে জাল ফেলে খুঁজতে শুরু করেন। পরে অচেতন অবস্থায় তামিমকে রাঙ্গামাটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তামিমের পরিবারে এসেছে শোকের ছায়া।

আইএমই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!