লিভারপুলের কাছে চেলসির হার, অ্যাস্টন ভিলা আটকাতে পারেনি আর্সেনালকে

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। আর দশ জনের আর্সেনাল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পিছিয়ে পড়েও ৩-২ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। এ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি (১৩ পয়েন্ট) থেকে নিজেদের পাঁচ পয়েন্টের লিড ধরে রাখল লিভারপুল। এবং প্রথম ক্লাব হিসেবে টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগের শুরুর ছয় জেতার রেকর্ড গড়ল তারা।

মহারণের ম্যাচে চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ১৪তম মিনিটেই ট্রেন্ট অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের গোলে এগিয়ে যায় দ্য রেড শিবির। ১৬ মিনিট বাদে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবার্তো ফিরমিনো। ৭১তম মিনিটে দ্য ব্লুজ শিবিরকে সান্ত্বনার গোল এনে দেন এনগোলো কান্তে। শত চেষ্টা করেও স্নায়ুচাপের লড়াইয়ে সমতায় ফিরতে পারেনি চেলসি।

এনিয়ে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ মিলে টানা দুই ম্যাচে হার মানল চেলসি। এর আগে ইউরোপ সেরার লড়াইয়ে ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে ধরাশায়ী হয়ে ছিল তারা। লিগের ছয় ম্যাচের ছয়টিতেই জয় তুলে নিয়ে অজেয় থেকে গেল লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন কোচ জুর্গেন ক্লপের দল। সমান ম্যাচে ২টি করে জয়, হার আর ড্রয়ে আট পয়েন্ট নিয়ে ১১তম স্থানে কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি।

২-১ গোলে পিছিয়ে থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দশ জনের দল নিয়েও দুরন্ত এক জয় ছিনিয়ে নিয়েছে আর্সেনাল
২-১ গোলে পিছিয়ে থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দশ জনের দল নিয়েও দুরন্ত এক জয় ছিনিয়ে নিয়েছে আর্সেনাল

অন্য দিকে ২-১ গোলে পিছিয়ে থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দশ জনের দল নিয়েও দুরন্ত এক জয় ছিনিয়ে নিয়েছে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটেই লড়াইয়ে পিছিয়ে পড়ে গানার শিবির। জন ম্যাকগিন অতিথি অ্যাস্টন ভিলাকে উচ্ছ্বাসে ভাসিয়ে দেন। ৪১তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের আইনস্লে মাইতল্যান্ড-নিলেস।

৫৯তম মিনিটে নিকোলাস পেপের গোলে সমতায় ফেরে আর্সেনাল। এক ঘন্টা পূর্ণ হতেই ওয়েসলি মোরায়েস ফের সফরকারীদের এগিয়ে দেন। পরে ক্যালাম চেম্বার্সের গোলে স্বাগতিক আর্সেনাল সমতায় ফেরে ৮১তম মিনিটে এসে। তিন মিনিট পর চোখ ধাঁধানো দুর্দান্ত এক ফ্রি-কিকে জয়সূচক গোল করে ম্যাচের নায়ক বনে যান পিয়েরে–এমেরিক আউবামেয়াং।

চলতি মৌসুমে ইংলিশ লিগে আর্সেনালের এটি তৃতীয় জয়। আর টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরল তারা। সুবাদে কোচ উনাই এমেরির দল শীর্ষ চারে ফিরেছে। তবে ছয় ম্যাচের চারটিতেই হারল অ্যাস্টন ভিলা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!