লা লিগার জন্য রোনালদো-নেইমারের চেয়ে মেসি গুরুত্বপূর্ণ

নেইমারকে দলে পেতে চায় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। নেইমারও বার্সেলোনায় ফিরতে চান। ওদিকে রিয়াল মাদ্রিদও নেইমারকে পাওয়ার লড়াইয়ে আছে। লা লিগা সভাপতি জাভিয়ের তেবাস বলেন, নেইমার লা লিগার ফিরলে স্প্যানিশ লিগের জন্য ভালো হবে। তবে লা লিগার জন্য তিনি খুব একটা গুরুত্বপূর্ণ নন। এমনকি রোনালদোও নন। মেসি গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা ফরোয়ার্ড মেসিকে তিনি লা লিগার ঐতিহ্য বলেও সম্বোধন করেন।

তেবাস বলেন, ‘অবশ্যই আমি চাই নেইমার আবার লা লিগায় ফিরে আসুক। সামর্থ্য অনুযায়ী নেইমার বিশ্বের সেরা তিনজন ফুটবলারের একজন। তিনি যদি ফিরে আসেন তবে লা লিগার জন্য তা খুবই ভালো ব্যাপার হবে। যদিও নেইমার স্প্যানিশ লিগে আসবেন কি-না তা এখনও ঠিক হয়নি। লা লিগায় যা নিশ্চিত তা হলো, এখানে দশ মাস ফুটবল হয়। বিশ দল অংশ নেয়। এবং তারা সারা বিশ্বের দর্শকদের আনন্দ দেন।’

এরপর নেইমার লা লিগার জন্য অতো গুরুত্বপূর্ণ নন উল্লেখ করে লা লিগা সভাপতি তেবাস বলেন, লিগে নেইমারের মতো ফুটবলার থাকলে ফলোয়াড় বাড়বে। অনেক দেশের মানুষ তার খেলা দেখতে ভালোবাসেন। কিন্তু নেইমার লা লিগার জন্য অতো গুরুত্বপূর্ণ নন। এমনকি রোনলদোও নন। তবে মেসি লা লিগার জন্য গুরুত্বপূর্ণ। কারণ তিনি স্প্যানিশ এই লিগের ঐতিহ্য।’

নেইমারকে পেতে বার্সেলোনা উঠে পড়ে লেগেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেতে পিএসজিকে তিন দফা প্রস্তাব দিয়েছে বার্সা। কিন্তু তারা আগের দুই দফা প্রস্তাবে সম্মত হয়নি। সর্বশেষ পিএসজি নেইমারের জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ডেম্বেলে-সেমেদোকে চেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম লা প্যারিসিয়ান। বার্সা কর্তারা নেইমার নিয়ে আলাপ করতে প্যারিসে গেছেন বলেও খবর।

লা লিগা সভাপতি তেবাস মনে করেন, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে যে কোন ক্লাব শেষ পর্যন্ত নেইমার নিয়ে একটা সমাধানে নিশ্চয় আসবে। এই দুই ক্লাব নেইমারের পেছনে ছুটছে তার মানে নেইমারকে কেনার সামর্থ্য তাদের আছে, ‘তারা নেইমারকে কিনতে আগ্রহী কারণ নিয়মের মধ্যে থেকে নেইমারকে কেনার সামর্থ্য তাদের আছে। আমি সেসব কথায় যাচ্ছি না, কারণ শেষ পর্যন্ত কি হবে তা এখনই বলা সম্ভব না।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!