লাশ উদ্ধারের পর হাটহাজারীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

ঘর খালি করে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন

দুপুর ২ টায় শ্বশুরবাড়ির বাসায় ফারজানাকে মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা কল দেয় পুলিশের হেল্পলাইন ৯৯৯ নম্বরে। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও মুখ দিয়ে লালা ঝরছিল। এলাকাবাসীদের মধ্যে অনেকে বলছেন— ফারজানা কোন রোগে মারা যায়নি। সকালেও তিনি এলাকার ভেতরে হাঁটাহাঁটি করেছেন। তাকে স্বামী, ননদ, শ্বাশুড়ি হত্যা করে পালিয়ে গেছে। আবার কেউ বলছে করোনায় মারা গেছে হয়ত।

চট্টগ্রামের হাটহাজারীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর আমান বাজার এলাকায় গৃহবধূর লাশ উদ্ধারের পর নানা আলোচনা-সমালোচনা হচ্ছে এলাকায়। এখনও পর্যন্ত মৃত্যুর রহস্য উদঘাটিত হয়নি।

জানা গেছে, বিবি ফারজানা (৩০) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩ টায়। বিবি ফারাজানার একমাস বয়সী শিশুসহ দুটি সন্তান রয়েছে। তার স্বামীর নাম মো. করিম।

হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম বলেন, ‘ওই নারীকে হত্যা করা হয়েছে নাকি করোনায় মারা গেছে তা এখনও বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। মেয়েটির শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে।’

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!