লাল-সবুজে মুগ্ধতা লালদীঘিতে, উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে লাল-সবুজে সেজেছে ঐতিহাসিক লালদীঘি ময়দান। মঞ্চ, ব্যানার, প্যান্ডেল সব কিছু জুড়েই লাল সবুজ। নেতারা জানিয়েছেন বিজয়ের মাসের সম্মানে লাল সবুজকে থিম কালার ধরেই সম্মেলনস্থলকে সাজানো হয়েছে।শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ দেখতে এসে মুগ্ধতার কথা জানালেন কেন্দ্রীয় নেতারাও।

সম্মেলনের নিরাপত্তা ব্যবস্থায় থাকছে কড়াকড়ি। সারা মাঠ জুড়ে ৩০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর বাইরে দলীয় নেতা কর্মী ও আইন-শৃংখলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যও নিয়োজিত থাকবেন নিরাপত্তা রক্ষায়।

সম্মেলনের মঞ্চকে ঘিরেও থাকবে কড়াকড়ি। কেন্দ্রীয় নেতা, জেলা কমিটির কার্যনির্বাহী নেতৃবৃন্দ, উত্তর জেলার সংসদীয় আসনগুলোর সাংসদ ও ৭ উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদকরাই কেবল মঞ্চে আসন পাবেন। এর বাইরে কাউকে মঞ্চে উঠতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উত্তর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

লাল সবুজের এই প্যান্ডেলে ৫০০০ কর্মীর বসার ব্যবস্থা করা হলেও নেতারা বলছেন— ১৫-২০ হাজার নেতা কর্মীর জমায়েত হবে সম্মেলনে। সম্মেলনকে ঘিরে কড়া নিরাপত্তা প্রস্তুতিও থাকছে।

সম্মেলনের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক বেদারুল আলম চৌধুরী বেদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মহান বিজয়ের মাসের সম্মানে লাল সবুজকে থিম ধরেই আমাদের সম্মেলনের সাজসজ্জা করা হয়েছে। এটি আলাদা একটি আবহ যোগ করেছে। সন্ধ্যায় সম্মেলন স্থল দেখতে এসে কেন্দ্রীয় নেতারা সাজসজ্জা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। বিশৃংখলা এড়াতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। মাঠে ৩০টি সিসিটিভি ক্যামেরা থাকবে। আমাদের দলীয় কর্মীরা নিরাপত্তা রক্ষায় কাজ করবেন। পাশাপাশি সিএমপির কাছেও সহযোগিতা চেয়েছি। লালদিঘীতে প্রথম অধিবেশন শেষে কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় অধিবেশন হবে। সেখানে শুধু মাত্র কেন্দ্রীয় নেতা ও কাউন্সিলররা ঢুকতে পারবেন।’

আগামী ৭ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রথম অধিবেশন। এদিন সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপিসহ বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।

এবারের সম্মেলনে জেলার ৭টি উপজেলা ইউনিট থেকে ৩৬৬ জন কাউন্সিলর অংশ নিবেন।

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!