লালখানবাজারে রাস্তায় বসে আছেন বিমর্ষ মনোয়ারা বেগম মনি (ভিডিও)

কোনো এজেন্টকেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনির কোনো এজেন্টকেই কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এর প্রতিবাদে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

কোনো এজেন্টকেই কেন্দ্রে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে মনোয়ারা বেগম মনি লালখানবাজার রাস্তায় প্রতিবাদী অবস্থান নেন।

চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি বলেন, ‘২০০৫ থেকে টানা ৩ বার নির্বাচিত হয়ে আসছি। এবারের নির্বাচনে আমার ৩১৪ এজেন্টের সকলকেই বের করে দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। এই নির্বাচনকে আমি ঘৃণা করি। নিন্দা জানাই। আমি এই নির্বাচন বর্জন করলাম।’

লালখানবাজার মনোয়ারা বেগম মনি যখন এসব অভিযোগ করছিলেন তখন তার থেকে হাতপাঁচেক দূরেই দাঁড়িয়ে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। বিপুল সংখ্যক বিজিবিও সেখানে ছিল। কিন্তু তাদের কাউকেই বিষয়টি আমলে নিতে দেখা যায়নি।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!